একটি এলাকায় প্রবেশ করার জন্য একটি মাত্র রাস্তা আছে । এই রাস্তায় একটি চেক পোস্ট আছে। চেক পোস্টে একজন সিকিউরিটি গার্ড আছে । কোন কারনে একদিন অই রাস্তায় ‘নো এন্ট্রি’ জারি করা হলো ও সিকিউরিটি গার্ডকে গাড়ি ঢুকতে দিতে বারণ করা হলো। কিন্তু দেখা গেল সেই দিনই একটি ট্যাক্সি ড্রাইভার ঐ চেকপোস্ট দিয়ে এলাকায় প্রবেশ করল । কিন্তু সিকিউরিটি গার্ড কোন বাধাই দিলনা । তবে এতে সিকিউরিটি গার্ডের দ্বায়িত্বে অবহেলা হয়নি । প্রশ্ন হল কেন তার দায়িত্বে অবহেলা হয়নি?